বিজেপি সরকারের মন্ত্রিসভায় মহিলা মন্ত্রী বাড়লেও হিসেবে এখনো এগিয়ে বাংলাই
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাড়ল মহিলাদের (Women) সংখ্যা। ৫ থেকে মহিলা মন্ত্রী বেড়ে হল ১১। কিন্তু তাতেও শতাংশের হিসাবে রাজ্যের পশ্চিমবঙ্গের (West Bengal) চেয়ে এখনো খানিকটা পিছিয়েই থাকল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
৭৮ জনের মোদী মন্ত্রিসভায় রয়েছেন ১১ জন মহিলা মন্ত্রী। হিসেব মত প্রতি ৭ জন্যে ১ জন। যা কিনা ১৪%এর মত।
রাজ্যের সঙ্গে তুলনায় এলে, মমতার মন্ত্রিসভায় ৪৪ জন মন্ত্রীর মধ্যে যেখানে ৮ জন মহিলা, অর্থাৎ প্রতি ৫ জনে ১ জন। যা কিনা ১৮%এর মত।
বুধবারের রদবদলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মন্ত্রিসভায় স্থান পেলেন ১১ জন মহিলা। একে ইতিমধ্যেই ঐতিহাসিক বলে দাবি করেছে কেন্দ্র। ২০০৪ সালের মনমোহন (Manmohan Singh) সরকারের মন্ত্রিসভায় ১০ জন মহিলা মন্ত্রী ছিলেন।
২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর মহিলা মন্ত্রীদের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৬। মোদীর দ্বিতীয় জমানাতেও মোট ৫৩ জন মন্ত্রীর মধ্যে ছিলেন ৫ জন মহিলা।