রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর আত্মহত্যা – তদন্ত শুরু পুলিশের

July 9, 2021 | 2 min read

২০১৮ সালে তৎকালীন পরিবহন মন্ত্রী ও বর্তমানের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী সুব্রত চক্রবর্তী আত্মহত্যা করেন। বিভিন্ন কারণবশত, এতদিন পরে, গত বুধবার, তাঁর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী তাঁর প্রয়াত স্বামীর মৃত্যর কারণ অনুসন্ধান করতে চেয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।

শুভেন্দু অধিকারীর নিরাপত্তাক্ষীর রহস্য মৃত্যুতে নতুন করে এফআইআর। কাঁথি থানায় নতুন করে এফআইআর করলেন মৃত নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পত্রে নাম রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

অভিযোগ পত্রে একাধিক প্রশ্ন তুলেছেন মৃতের স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তিনি জানতে চান, তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকাকালীন কীভাবে গুলিবিদ্ধ হলেন শুভব্রত চক্রবর্তী? কেন তাঁকে দেরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হল? তিনি বলেন, এতদিন আতঙ্কে মুখ বন্ধ করে ছিলেন। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে এখন ন্যায় বিচার চাইছেন। তাঁর স্বামীর মৃত্যু রহস্য প্রকাশ্যে আনতে চাইছেন।

অভিযোগ পত্রে তাঁর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী জানান, ২০১৮ সালের ১৩ অক্টোবর শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী থাকাকালীন গুলিবিদ্ধ হন শুভব্রত চক্রবর্তী। হাসপাতালে গিয়ে তাঁরা জানতে পারেন, শুভেন্দু অধিকারীর নির্দেশে শুভব্রত চক্রবর্তীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। তাঁর অভিযোগ, তবে অ্যাম্বুলেন্স আসতে দেরি করে। সন্ধ্যায় শুভব্রতকে কলকাতায় নিয়ে আসা হয়। পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর মৃত্যু হয় শুভব্রতর। এখানেই শেষ নয়, তাঁর আরও অভিযোগ চলতি বছরের ২১ মে কয়েকজন এসে তাঁকে শাসিয়ে যায়। কোন জায়গা থেকে ফোন এসেছিল কিনা, জানতে চান তারা। মহিলার দাবি, বর্তমানে মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি। তাই স্বামীর মৃত্যুর সঠিক কারণ প্রকাশ্যে আনতে চান। সত্য উদঘাটন করতে চান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sucide, #bodyguard, #suvendu adhikari

আরো দেখুন