আসছে পুজো, ঢাকি, ইলেকট্রিশিয়ান, মণ্ডপ কর্মীদের ভ্যাকসিনের উদ্যোগ কমিটিগুলির
যাদের ছাড়া পুজোকে উৎসবের রূপ দেওয়া একপ্রকার অসম্ভব, শিবির করে তাঁদের ভ্যাকসিন (Vaccine) দেওয়ার সিদ্ধান্ত নিল কমিটিগুলি। ভ্যাকসিন দেওয়া হবে পুজোর সঙ্গে যুক্ত ঢাকি, পুরোহিত, ডেকরেটার্স ও ইলেকট্রিশিয়ানদের। প্রায় ১ হাজার জনের ভ্যাকসিনেশনের লক্ষ্য নেওয়া হয়েছে। পুজো কমিটির যেসব সদস্য এখনও ভ্যাকসিন পাননি, ইতিমধ্যেই তাঁদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের (Govt of West Bengal) সহযোগিতায় চলবে এই কর্মসূচি।
কলকাতার দুর্গাপুজো (Durga Pujo) নিয়ে ‘ফোরাম ফর দুর্গোৎসব কমিটি’র (Forum For Durgotsab Committee) বৈঠক হয়েছে বৃহস্পতিবার। ২৯টি পুজো কমিটির সদস্যরা বৈঠকে ছিলেন। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, গত বছর যেভাবে করোনার বিধিনিষেধ মেনে পুজো করা হয়েছে এইবার সেই নিয়ম মেনেই হবে। একসঙ্গে বেশি লোক ঢুকতে দেওয়া হবে না। মাস্ক বাধ্যতামূলক।
ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বসু শুক্রবার জানান, ছোট বাজেটে পুজো করার সিদ্ধান্ত হয়েছে। মণ্ডপ হবে চারদিক খোলা। পুজোর কাজে যাঁরা ওতপ্রোতভাবে জড়িত সেইসব মানুষদের, যেমন ঢাকি, ইলেকট্রিশিয়ান, ডেকরেটরদের যাঁরা এখনও ভ্যাকসিন পাননি, তাঁদের জন্যই এই উদ্যোগ।