মতুয়ারা নাগরিক না হলে কী করে কেন্দ্রীয় মন্ত্রী হলেন শান্তনু ঠাকুর? উঠছে প্রশ্ন
মতুয়াদের নাগরিকত্বকেই গত বিধানসভায় ভোট প্রচারে মূল অস্ত্র করেছিল বিজেপি (BJP)। নরেন্দ্র মোদী, অমিত শাহ এসে বার বার বলেছেন নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পাবে মতুয়ারা। তাঁরা অভিযোগ করেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মতুয়াদের এই নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত করছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলে এসেছেন বাংলায় থাকা সমস্ত শরণার্থীরা ভারতের নাগরিক।
১৯৭১ সালের পর থেকে বিভিন্ন সময় মতুয়ারা (Matua) ভারতে এসে বসতি গড়েছেন। কিন্তু মতুয়াদের নাগরিকত্ব এখনও ভারতের গলার কাঁটার মতো বিঁধে আছে। এই বিতর্কের কোন সমাধান হয়নি। কিন্তু একটি বড় অংশের ভোট মতুয়া সম্প্রদায় থেকে আসে। ফলে যেকোন রাজনৈতিক দলেরই তাঁদের তুষ্ট করে চলা খুব জরুরি।
কিন্তু বিজেপির কথাই যদি ধরে নেওয়া যায় যে মতুয়ারা নাগরিক নন, তাদের নাগরিকত্ব দেওয়া এখনও বাকি, তাহলে তারা ভোট দিচ্ছেন কী করে। ভোট দেওয়ার অধিকার শুধুমাত্র দেশের নাগরিকের। আরও একটি প্রশ্ন উঠছে। মতুয়ারা যদি সত্যিই নাগরিক না হন, তাহলে তাদের ভোটে জিতে কী করে ওই সম্প্রদায়ের মানুষ শান্তনু ঠাকুর (Santanu Thakur) বিজেপির সাংসদ এবং পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হলেন? কারণ তিনিও তো মতুয়া।