রোনাল্ডো-যুগের অবসান আসন্ন? শুরু জোর জল্পনা
২০২১ সালটা কার্যত খুব ভালো যাচ্ছেনা বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় বলে খ্যাত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সিরি-এ, চ্যাম্পিয়ন্স লীগ বা ইউরোপিয়ান কাপ – প্রত্যেকটাই হাতছাড়া হয়েছে সিআর-৭-এর।
এর মধ্যেই কিংবদন্তি এই ফুটবলারের এক মন্তব্য চাঞ্চল্য ফেলে দিয়েছে ফুটবল জগতে।
২০১৯শে বিখ্যাত ওয়েবসাইট গোল.কম কে রোনাল্ডো বলেছিলেন, “হয়তো আমি আগামী বছর খেলা ছেড়ে দেবো….কিন্তু আমি ৪০ – ৪১ বছর বয়স অবধিও খেলতে পারি”।
ইউরো কাপে পর্তুগাল ছিটকে যাওয়ার পর খেলামহলে জোর গুঞ্জন, তাহলে কি রোনাল্ডো-আভা নিভুনিভু? তিনি কি খেলা চালিয়ে যাওয়ার মতো মানসিক উৎফুল্ল পাচ্ছেন না?
২০১৭ সালে শেষবার রোনাল্ডো জেতেন ফিফার শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় পুরস্কার।
সিআর-৭ প্রথম এমন খেলোয়াড় যিনি ইংল্যান্ড, স্পেন ও ইতালির প্রত্যেকটি ঘরোয়া কাপ জিতেছেন। ২০২১ সালের সিরি-এ-তে ২৯টি গোল করেন রোনাল্ডো, শ্রেষ্ঠ গোলস্কোরারের পুরস্কারও পান। উনি ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান লীগগুলিতে সবচাইতে বেশি গোল করেন।
এই মুহূর্তে আশা করাই যায় যে উনি ২০২২ সালের বিশ্বকাপে খেলবেন এবং এই ঐতিহ্যবাহী ট্রফি জিতবেন নিজের দেশের জন্য, কারণ ক্রিশ্চিয়ানো “গোল-মেশিন” রোনাল্ডো শেষ কল্পনা করাও কঠিন।