দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

গাড়ি চালায় ‘বিধায়ক’ মদন, জ্বালানির দাম বাড়ায় কামারহাটিতে অভিনব প্রতিবাদ

July 9, 2021 | < 1 min read

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে ত্রাহি ত্রাহি রব মধ্যবিত্তের। কয়েক সপ্তাহ আগেই মায়ানগরী মুম্বই, ভোপালের মতো শহরে পেট্রলের দাম ছুঁয়েছিল ১০০ টাকা প্রতি লিটার। কলকাতাকেও বেশিদিন অপেক্ষা করতে হল না, এবার মহানগরী সহ বিভিন্ন জেলায় পেট্রোলের দাম পার করেছে সেঞ্চুরির দোরগোড়া। এই পরিস্থিতিতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পুরোদমে পথে নামছে তৃণমূল।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি নেতারা নরেন্দ্র মোদীকে আক্রমণের জন্য বেছে নিয়েছেন অদ্ভূত এক ট্যাগলাইনও। ট্যাগলাইনে অভিষেক লেখেন, ‘মোদী বাবু, পেট্রল বেকাবু’। তারপর থেকেই তৃণমূল নেতারা সেই ট্যাগলাইন ব্যবহার করেই আক্রমণ শানাচ্ছেন কেন্দ্রকে। কিন্তু সকলকে যেন ছাপিয়ে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

পেট্রোলের দাম সেঞ্চুরি পাড় করেছে। তারই প্রতিবাদে নানা উপায়ে পথে নামছে তৃণমূল নেতারা। কিন্তু মদন মিত্র মানেই চমক। তাই পেট্রোলের দাম বৃদ্ধির (petrol price hike) প্রতিবাদ জানাতে সাইকেল চালিয়ে, গরুর গাড়িতে চেপে প্রতিবাদ জানালেন মদন মিত্র। বেলঘড়িয়ার রথতলা থেকে, নীলগঞ্জ রোড হয়ে, বিভা সিনেমার মোড় পর্যন্ত, গরুর গাড়িতে যাত্রা করলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Madan Mitra, #Petrol Price Hike

আরো দেখুন