← রাজ্য বিভাগে ফিরে যান
আম পাঠিয়েছিলেন হাসিনা, ধন্যবাদ দিয়ে চিঠি মমতার
কয়েকদিন আগেই বাংলাদেশের (Bangladesh) বিখ্যাত আম (Mangoes) ভারতে পাঠিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। প্যাকেট বন্দি করে সেই আম পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।
সেই সুস্বাদু আম পাঠানোর জবাবে গতকাল হাসিনাকে একটি খুশির চিঠি দেন মমতা। সন্তোষ প্রকাশ করেন এই আম সৌজন্যের জন্য। চিঠিতে মমতা বলেন, ‘আপনার পাঠানো আম আমার খুব ভাল লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম। আগে কখনো খাই নি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’হাত ভরে বিলিয়েছি। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে, তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’