আদালতে হাজিরা এড়াতে অসুস্থ দাবি করার পরেই ভাইরাল সাধ্বী প্রজ্ঞার নাচের ভিডিও
দীর্ঘদিন ধরেই নাকি অসুস্থ ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা (Sadhvi Pragya)। আদালতে হাজিরা এড়াতে নিজের সেই শারীরিক অসুস্থতাকেই অস্ত্র করেছেন তিনি। কিন্তু গত সপ্তাহেই তাঁকে দেখা গিয়েছিল বাস্কেটবল খেলতে। এবার ভাইরাল বিয়ের আসরে বিজেপি (BJP) সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের নাচের ভিডিও। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মালেগাঁও বিস্ফোরণ মামলায় আদালতে হাজিরা না দিতে চাওয়া প্রজ্ঞার নাচের ভিডিও দেখার পরে বিতর্কিত সাংসদকে বিঁধেছে কংগ্রেস।
ভোপালের সাংসদের উদ্যোগেই আয়োজন করা হয়েছিল দুই দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের। এবং সেটাও তাঁরই বাড়িতে। সেই বিয়েতেই নাচতে দেখা গিয়েছে প্রজ্ঞাকে। তার ভিডিও ভাইরাল হতেই বিজেপি সাংসদকে বিঁধতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশে কংগ্রেসের (Congress) মুখপাত্র নরেন্দ্র সালুজা (Narendra Saluja) ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ব্যাঙ্গ করে লেখেন, ‘যখনই ভোপালের সাংসদকে দেখি, দেখি বোন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর বাস্কেটবল খেলছেন বা কারও সাহায্য ছাড়াই হাঁটছেন কিংবা নাচছেন (Dance), আমাদের খুব ভাল লাগে।’
এর আগে প্রজ্ঞার বাস্কেটবল খেলার ভিডিও ভাইরাল হয়েছিল। ভোপালের শক্তিনগরের বাস্কেটবল কোর্টে গিয়েছিলেন বিজেপি নেত্রী। উদ্দেশ্য ছিল বৃক্ষরোপণ। কিন্তু সেখানেই তাঁকে বাস্কেটবল নিয়ে মেতে উঠতেও দেখা যায়। সেটিও শেয়ার করেছিলেন নরেন্দ্র সালুজা। একই ভাবে প্রশংসার ছলে কটাক্ষ করেছিলেন প্রজ্ঞাকে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে এইমসে ভরতি হয়েছিলেন প্রজ্ঞা। পরে মার্চে নয়াদিল্লী থেকে তাঁকে মুম্বইয়ে উড়িয়ে আনা হয়। মূলত শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এর আগে গত বছরের ডিসেম্বরেও অসুস্থ হয়ে পড়েছিলেন প্রজ্ঞা। তারও আগে তাঁর ক্যানসার হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি।