রাজ্য বিভাগে ফিরে যান

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলের প্রতিবাদ ১০-১১ জুলাই, কর্মসূচি নিয়ে পোস্ট সায়নীর

July 9, 2021 | 2 min read

বেশ কয়েক দিন ধরে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করছে তৃণমূল (TMC)। এ বার প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তারা। আগামী ১০ ও ১১ জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ দেখানো হবে বলে কিছুদিন আগেই জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সোমবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকেই এই কর্মসূচির কথা জানান পার্থ।

এবার এই নিয়ে ফেসবুকে যুব তৃণমূল কংগ্রেসের সমর্থন জানিয়ে পোস্ট করলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ (saayoni ghosh)। লিখেছেন, ‘আগামী ১০ ও ১১ ই জুলাই পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যে বিক্ষোভ অবস্থান করতে চলেছে তাতে শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রাজ্যের সমস্ত পেট্রোল পাম্পের সামনে সকল কোভিড বিধি মেনে পেট্রোল ও ডিজেল নিতে আসা সাধারণ মানুষদের থেকে গণ স্বাক্ষর সংগ্রহ ও সামাজিক দুরত্ববিধি মেনে সর্বাধিক ৫০ জন সদস্যদের নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ চালানো হবে।’

গতকালই পাঁশকুড়াতে অভিনব পন্থায় প্রতিবাদ করেছে পাঁশকুড়া যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিলে হাজির করে গরুর গাড়ি। দুটো গরুর সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেওয়া একটি টোটো ও তার পেছনেই ছোটোগাড়ি। আর সেই গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে আসা হয় পাঁশকুড়ার ছ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন একটি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখানো হয়।

প্রসঙ্গত, রাজ্যে পেট্রলের দাম (Petrol Price Hike) সেঞ্চুরি পার করেছে। খুব বেশি পিছিয়ে নেই ডিজেলও। এই অবস্থায় বেশ কয়েক দিন ধরেই টুইটে বার বার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, বার বার মোদী সরকারকে নিশানা করেছেন। সেই প্রতিবাদ বজায় থাকবে বলেই তৃণমূল সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Petrol Price Hike, #Saayoni Ghosh

আরো দেখুন