← কলকাতা বিভাগে ফিরে যান
প্রেসিডেন্সি ও যাদবপুরের প্রবেশিকা পরীক্ষাও বাতিল
রাজ্য সরকার ভর্তিতে প্রবেশিকা (Entrance exam) পরীক্ষা নেওয়ার নীতিগত বিরোধী। বিশেষ করে করোনার সময় অফলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
বুধবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে প্রবেশিকা নিয়ে সরকারের অবস্থান বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই অবস্থায় জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডও জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) হয়ে তারা যে প্রবেশিকা নিত, তা আর নেবে না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সান্ধ্য বি-টেক কোর্সের প্রবেশিকাও আর নেওয়া হবে না।