মেয়র বানালে বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন এই বিধায়ক? জোর জল্পনা
মেয়র বানালে বিজেপি থেকে তৃণমূলে (TMC) চলে আসবেন শিলিগুড়ির (Siliguri) নতুন বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh), এমনটাই শোনা যাচ্ছে রাজনীতির অলিন্দে।
দিন কয়েক আগেও অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী ছিলেন শংকর। তিন দশকের রাজনৈতিক জীবনে অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকারের যাবতীয় নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। এমনকী মাসকয়েক আগে অশোক ভট্টাচার্য করোনায় আক্রান্ত হলে হাসপাতালে হত্যে দিয়ে পড়ে থেকেছেন। তার পর করোনা আক্রান্ত হয়েছেন তিনি নিজেও। এহেন শংকর ভোটের মুখে সবাইকে চমকে যোগ দেন বিজেপিতে।
বিধানসভা নির্বাচনের ফল বেরোলে দেখা যায়, বিপুল ভোটে জয়ী হয়েছেন শংকর ঘোষ। তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বিদায়ী বিধায়ক অশোক ভট্টাচার্য।
সূত্রের খবর, শংকরকে নাকি শিলিগুড়ির মেয়র বানাতে একদমই নারাজ তৃণমূল। তবে পাতে নাকি থাকছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর পদ। কিন্তু এর কতটা গুজব আর কোটা সত্য, তা প্রকাশ পাবে আগামীদিনে।