রাজ্য বিভাগে ফিরে যান

সৌমিত্রর ফেসবুক পোস্টে ফের ঘুরিয়ে তোপ শুভেন্দু, দিলীপকেই?

July 10, 2021 | < 1 min read

আবার ফেসবুকে দীর্ঘ পোস্ট করলেন অভিমানী সৌমিত্র খাঁ (Saumitra khan)। দুধে জল মেশার উপমা টেনে কাকে বার্তা দিলেন সৌমিত্র? এই নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

পোস্টে সৌমিত্র লেখেন, ‘জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সঙ্গে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে।’

সৌমিত্রর এহেন পোস্ট কি ফের ঘুরিয়ে বিজেপি নেতৃত্ব তথা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং দিলীপ ঘোষকে (Dilip Ghosh) তোপ দাগা? সেই বিষয়ে স্পষ্ট ভাবে মুখ খুলতে চাননি বিষ্ণুপুরের সাসংদ। তাঁর বক্তব্য, তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে এসে এমন ভাবে মিশে গিয়েছে যে বিজেপি ছাড়া নাকি তিনি বাঁচবেন না।

সংবাদমাধ্যমকে সৌমিত্র খাঁ বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো। তাই আমি আশা করছি যে দলে থেকে রাজনীতি করতে পারব। রাজনীতিতে অভিমান থাকবেই। অভিমান ছাড়া রাজনীতি হয় না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #dilip ghosh, #Saumitra Khan, #bjp

আরো দেখুন