দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় কে হতে চলেছেন বিজেপির নেতা? জল্পনা শুরু

July 10, 2021 | 2 min read

জুলাই মাসের ৬ তারিখে ফাঁকা হয়েছে বিজেপির রাজ্যসভার নেতার পদ, থায়রচাঁদ গেহলোট কর্ণাটকের রাজ্যপাল হওয়ার পর পদত্যাগ করেছেন তিনি। তার জায়গায় কে হতে পারেন রাজ্যসভার বিজেপি নেতা? দিল্লীতে ক্ষমতার অলিন্দে শুরু হয়েছে অনেক জল্পনা, ভেসে আসছে বেশ কিছু নাম।

পীযুষ গোয়েল

২০১৯ সাল থেকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ সামলাচ্ছেন পীযুষ গোয়েল। সুতরাং তার পদন্নোতি হওয়াটা খুব একটা আশ্চর্যের নয়। তাছাড়াও, তিনি নরেন্দ্র মোদী – অমিত শাহের সুনজরে আছেন বলে শোনা যায়।

নির্মলা সীতারামন

অনেকেই ভবিষ্যৎবাণী করে বলেছিলেন পদ হারাতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন , কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। শোনা যাচ্ছে প্রথম মহিলা হিসেবে রাজ্যসভার নেতা হতে পারেন তিনি। এই গুজব উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই।

ভূপেন্দ্র যাদব

শোনা যায় এখন তিনি নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সৈনিকদের মধ্যে একজন। বিহার বিধানসভায় তিনি এনডিএ জোটকে ক্ষমতায় আনতে সাহায্য করেছিলেন। রাজ্যসভার নেতা হিসেবে তার নামও শোনা যাচ্ছে।

প্রকাশ জাভড়েকর

মন্ত্রিত্ব থেকে তাঁকে পদত্যাগ করতে হয়েছে ৩ দিন আগে। কিন্তু সেটাকি অন্য দায়িত্ব সামলাতে হবে বলেই? শোনা যাচ্ছে মহারাষ্ট্রের এই সাংসদ ও প্রাক্তন মন্ত্রীর নামও।

জুলাইয়ের ১৯ তারিখ নাগাদ শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে নির্বাচিত হবে রাজ্যসভায় বিজেপির নতুন নেতা। কার কপাল খুলল, এত বলবে সময়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Rajya Sabha

আরো দেখুন