কলকাতা বিভাগে ফিরে যান

মেসিরা জিততেই মারাকানার সাথে সাথে কলকাতার রঙও নীল সাদা

July 11, 2021 | 2 min read

ছবি: প্রতীকী

ব্রাজিল (Brazil) ও আর্জেন্টিনার (Argentina) লড়াই মানেই কলকাতা (Kolkata) ২ ভাগে ভাগ হয়ে যাওয়া। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের মতই টানটান এই লড়াই। খেলার আগেই শুরু হয়েছিল অনুমানের খেলা। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। অনেকের মুখে আবার স্লোগান-‘খেলা হবে (Khela Hobe)’।

ছবি: প্রতীকী

দুই দেশের প্রতি সমর্থন জানাতে প্রস্তুত ছিল তিলোত্তমা কলকাতা। কোথাও চেন ফ্ল্যাগে ঢেকে ফেলা হয়েছিল ওলি-গলি, কোথাও আবার মেসি-নেইমারের বড় কাটআউট। কেউ কেউ আবার মুখে এঁকেছিলেন প্রিয় দলের পতাকা।

ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

মেসিরা জিততেই ভেঙে পড়ল আনন্দের বাঁধ। নীল সাদা (Blue White) কলকাতার প্রিয় রঙ তৃণমূল (TMC) স্তরেও, তাই বেরিয়ে পড়ল পতাকাও।

ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

আর এসবেরই মাঝে ব্রাজিল বনাম আর্জেন্টিনা মিষ্টি নিয়ে হাজির হয়েছিল কোন্নগরের (Konnagar) বিখ্যাত মিষ্টি বিক্রেতা ফেলু মোদক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Argentina, #Blue White, #marakana

আরো দেখুন