রাজ্য বিভাগে ফিরে যান

২১শে জুলাই থেকে দৈনিক হচ্ছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা

July 11, 2021 | < 1 min read

দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ (Jago Bangla)। ২১ জুলাই থেকেই তা প্রতিদিন পাওয়া যাবে । ২১ জুলাই তৃণমূল ‘শহিদ দিবস’ পালন করে। তাই ওই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে বলে খবর।

এই মর্মে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি বার্তা টুইট করা হয়েছে জাগো বাংলার টুইটার হ্যান্ডেল থেকে।

শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) টুইট করে ‘জাগো বাংলা’র নবরূপে আত্মপ্রকাশ করার বিষয়টি জানিয়েছেন। টুইটে অভিষেক লেখেন, ‘ ‘জাগো বাংলা-র প্রতিষ্ঠার পর থেকেই তা বাংলার মানুষের মনের কথা তুলে ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এটি গোটা রাজ্যের মানুষের হৃদয়ে প্রবেশ করেছে। এ বার এই ‘জাগো বাংলা’ নবরূপে আসতে চলেছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Jago Bangla, #Mamata Bandyopadhyay

আরো দেখুন