খেলা বিভাগে ফিরে যান

৪ সেটেই উইম্বলডন জয়, নাদাল, ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ

July 11, 2021 | < 1 min read

ফেডেরার-নাদালকে ধরে ফেললেন জোকোভিচ (Novac Djokovic), আজ উইম্বলডন ফাইনালে মাতেয়ো বেরেত্তিনিকে হারিয়ে জিতলেন ২০ তম গ্র্যান্ডস্ল্যাম।

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিলেন দু’জনেই। একজনের সামনে ছিল প্রথম ইতালিয়ান হিসেবে উইলম্বডন জয়ের হাতছানি। আর অন্যজনের সামনে ছিল পুরুষদের টেনিস ইতিহাসে সবথেকে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ের নিরিখে রজার ফেডেরার এবং রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেলার সুযোগ।

সেই ইতিহাসের লক্ষ্যেই উইলম্বডন ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মাতেয়ো বেরেত্তিনি এবং নোভাক জোকোভিচ। তুল্যমূল্য বিচারে অবশ্যই সেন্টার কোর্টে ট্রফি তোলার দৌড়ে এগিয়ে ছিলেন বিশ্বের এক তারকা। অন্যদিকে নিজের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর ছিলেন বেরেত্তিনিও।

গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে নোভাকের রেকর্ড ১৯-১০। তা ২০-১০ হল আজ। বেরেত্তিনিকে হারিয়ে খেতাব জিতলেন জোকোভিচ। প্রথম সেটে হেরে গিয়েও ঘুরে দাঁড়িয়ে পরের তিনটি সেট জিতে নিলেন তিনি। খেলার ফল ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৩।

TwitterFacebookWhatsAppEmailShare

#Novac Djokovic

আরো দেখুন