বাঙালির বিশ্বজয়, উইম্বলডন জুনিয়র চ্যাম্পিয়ন প্রবাসী সমীর ব্যানার্জি
বাঙালির বিশ্বজয়, হোক না প্রবাসী। স্ট্রেট সেটে নিজের দেশের প্রতিপক্ষ ভিক্টর লিলভকে ৭-৫, ৬-৩ সেটে হারালেন ১৭ বছরের সমীর ব্যানার্জি।
বয়স মাত্র ১৭ বছর আর তাতেই টেনিস জগতের ভবিষ্যত তারকা হয়ে ওঠার হাতছানি এই তরুন প্রবাসী বাঙালি সমীর ব্যানার্জির (Samir Banerjee) সামনে। প্রথম প্রবাসী বাঙালি হিসেবে উইম্বলডনের (Wimbledon) বালক সিঙ্গেলস বিভাগের ফাইনালে প্রবেশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সমীরের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রেরই ভিক্টর লিলভ।
LIVE:
প্রথম সেটে শুরু থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
প্রথম সেটে লিলভের সার্ভিস ব্রেক, ৪-২ গেমে এগিয়ে সমীর
প্রথম সেট- ৫-২ গেমে এগিয়ে সমীর
প্রথম সেট- ৫-৪ গেমে এগিয়ে সমীর
প্রথম সেট- ব্যবধান কমিয়ে ৫-৫ করে ফেলল প্রতিপক্ষ
প্রথম সেট- ৫-৬ গেমে এগিয়ে সমীর
৫-৭ গেমে প্রথম সেট জিতল সমীর
দ্বিতীয় সেট- ১-০ গেমে এগিয়ে সমীর
দ্বিতীয় সেট- ২-১ গেমে এগিয়ে সমীর
দ্বিতীয় সেট- ৩-২ গেমে এগিয়ে সমীর
দ্বিতীয় সেট- সার্ভিস ব্রেক, ৪-২ গেমে এগিয়ে সমীর
দ্বিতীয় সেট- ৫-২ গেমে এগিয়ে সমীর
দ্বিতীয় সেট- ৫-৩ গেমে এগিয়ে সমীর
দ্বিতীয় সেট- গেম, সেট, ম্যাচ , ৬-৩ গেমে স্ট্রেট সেটে জিতলেন সমীর
সেমিফাইনালে ফরাসি টেনিস খেলোয়াড় গুয়েমার্ড ওয়েনবার্গকে হারিয়ে দিয়েছিলেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে । খেলার ফল হয়েছিল সমীরের পক্ষে ৭-৬ (৩),৪-৬,৬-৩।