রাজ্য বিভাগে ফিরে যান

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে জেলায় জেলায় অভিনব প্রতিবাদ তৃণমূলের

July 11, 2021 | 4 min read

ক্যানিং তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস কার্যত ধরাছোঁয়ার বাইরে। বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও। ফলে, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে শামিল হচ্ছে তৃণমূল। আজ এই ইস্যুতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে প্রতিবাদ মিছিল করল রাজ্যের শাসক শিবির।

ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সওকত মোল্লার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে তৃণমূল (TMC) ও যুব তৃণমূলের হাজার চারেক কর্মী-সমর্থক হাজির হন। অনেকে ঘাড়ে রান্নার গ্যাস নিয়ে জীবনতলার সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন।

উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা

প্রসঙ্গত, আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পার করে গেছে। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

হাবরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা

এর প্রতিবাদে গতকাল টাকিতে গরুর গাড়ি চালানোর পাশাপাশি সাইকেল চালিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা।

পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকালই বাইক আরোহীদের গোলাপ ফুল ও মিষ্টি মুখ করিয়ে অভিনব বিক্ষোভ দেখানো হয় নদিয়ার নাকাশিপাড়ায়। নাকাশিপাড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা বাইক আরোহীদের গোলাপ ফুল ও মিষ্টি মুখ করিয়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন। নাকাশিপাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশের একটি পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ দেখান তাঁরা।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উদয়নারায়নপুরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত বিধায়ক সমীর পাঁজা, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা।পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উদয়নারায়নপুরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত বিধায়ক সমীর পাঁজা, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা।

এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ছিল চোখে পড়ার মতো।

কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
হলদিয়ায় তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
বড়ঞা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
মোহনপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
রানাঘাট ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
ডালখোলা ব্লক, উত্তরদিনাজপুর তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
উত্তরপাড়া তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
রায়গঞ্জ তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
আলিপুরদুয়ার তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
স্বরূপনগর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
আরামবাগ শহর তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
শিবপুর তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা
উত্তর কলকাতা ২৫নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা

পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির

অন্ডাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে প্রতিবাদ সভা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবারও হুগলি জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাল তৃণমূল। উত্তরপাড়ায় দড়ি বেঁধে গাড়ি টানতে দেখা গেল বিধায়ক কাঞ্চন মল্লিককে। শ্রীরামপুরে আবার ব্যাট হাতে পেট্রলের দামের ‘সেঞ্চুরি উদযাপন’ করলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই।

রবিবার উত্তরপাড়ার শিবতলা পেট্রল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। বিক্ষোভে যোগ দেন কাঞ্চন। অন্যান্য তৃণমূল কর্মীদের সঙ্গে মিলে তিনিও দড়ি বেঁধে গাড়ি টেনে নিয়ে যান। কাঞ্চন বলেন, ‘‘পেট্রলের দাম ১০১ টাকা। গ্যাসের দাম ৯০০। এই অবস্থায় কাউকে তেল দেওয়াও যাবে না। কারণ সর্ষের তেল ২০০ টাকা। কেন্দ্রীয় সরকার এমন একটা ব্যবস্থা করছে যে হয় সাধারণ মানুষ না খেতে পেয়ে মরবে, আর না হলে চোর-ডাকাতে পরিণত হবে। কেন্দ্রের লজ্জা হওয়া উচিত। একটা রাজ্যে ভোটে হেরে গিয়ে সাধারণ মানুষের পেটে লাথি মারছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #trinamool, #fuel price hike

আরো দেখুন