রাজ্যে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমূখী, কমছে মৃত্যুর সংখ্যাও
July 12, 2021 | < 1min read
গতকালের তুলনায় রাজ্যে আরও বেশ কিছুটা কমল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাটা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৯২৪ জন। প্রাণ হারিয়েছেন ১৩ জন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ হাজার ৩১৪ জন।
রবিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১২ হাজার ১২৯ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৯১৬। সুস্থ হয়ে গিয়েছেন মোট ১৪ লক্ষ ৭৯ হাজার ৩১২ জন।