উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কোচবিহারে শিল্প স্থাপন করতে জমির খোঁজ শুরু করেছে বণিক মহল

July 12, 2021 | 2 min read

কোচবিহারে (Cooch Behar) শিল্প স্থাপন করতে জমির খোঁজ শুরু করেছে বণিক মহল। জেলা প্রশাসন কিছুদিন আগেই মেখলিগঞ্জে শিল্প স্থাপন করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা রাজ্যস্তরে ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনে (ডব্লবিআইডিসি) পাঠানো হয়েছে। আগামী দিনে এখানে শিল্প স্থাপন হলে উত্তরবঙ্গের মধ্যে এটি একটি বিশেষ শিল্পাঞ্চল হিসেবে গড়ে ওঠার সম্ভবনা রয়েছে। এর পাশাপাশি জেলার অন্য জায়গাতেও একলপ্তে বেশ কিছুটা জমির উপরে শিল্পকেন্দ্র গড়ে তোলা যায় কি না, তারজন্যও জমির খোঁজ শুরু করেছে বণিক মহল। উপযুক্ত জমির খোঁজ পেলে সেখানেও শিল্পতালুক গড়ে তোলার জন্য প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার আশ্বাস রয়েছে। সেসঙ্গে আগামী দিনে এখানে ট্রেড ফেয়ার করার ইচ্ছ রয়েছে বণিক সংগঠনগুলির। এতে জেলার শিল্পদ্যোগীদের উৎসাহ বাড়বে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে রাজ্য সরকার জেলার চকচকা শিল্পতালুক এলাকায় বেশকিছু ছোট শিল্প স্থাপন করেছে। মেখলিগঞ্জ সহ অন্যান্য জায়গায় আরও কিছু শিল্প স্থাপন হলে কোচবিহার জেলা শিল্পের দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে। বণিক মহলের দাবি, কোচবিহারে পাশেই বাংলাদেশ, ভুটান সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। তাই এটি শিল্প গড়ে ওঠার পক্ষে উপযুক্ত জায়গা।

কোচবিহারের জেলাশাসক পবন কাডিয়ান বলেন, জেলার শিল্পের জন্য আমরা সবদিক থেকে প্রচেষ্টা করছি। এ জন্য উদ্যোগপতিদের প্রয়োজনীয় সহায়তা করা হবে। কোচবিহার ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সম্পাদক তথা সিআইআই-এর কোচবিহার জেলা প্রতিনিধি রাজেন্দ্রকুমার বৈদ বলেন, জেলার বিভিন্ন জায়গায় শিল্পকেন্দ্র গড়ে ওঠা দরকার। যেখানে ছোট শিল্পদ্যোগীরা আসতে পারেন। পিপিপি মডেলে এমন শিল্পকেন্দ্র মহকুমা ভিত্তিক গড়ে উঠতে পারে। সরকারও এমনটা চাইছে। আমরা শিল্পকেন্দ্র গড়ে তোলার জন্য জমি খু্ঁজছি। জেলা প্রশাসনও তা চাইছে। সিআইআই-এর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। জেলায় মেখলিগঞ্জেও একটি শিল্পকেন্দ্র গড়ে তোলার জন্য জেলা প্রশাসন ও সিআইআই-এর সঙ্গে বৈঠক হয়েছে। আশা করছি, সেখানেও একটি বড় শিল্পকেন্দ্র গড়ে উঠবে। এখানে শিল্প স্থাপনের জন্য ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার করার কথা ভাবা হচ্ছে।

বণিক মহলের দাবি, কোচবিহার থেকে বাংলাদেশ ও ভুটানের দূরত্ব মাত্র ৫০ কিমি। পাশেই অসম। সবমিলিয়ে এখানে ভালো বাজার রয়েছে। কোচবিহার জেলায় ভুট্টার প্রচুর উৎপাদন হয়। এই ফসলকে কেন্দ্র করে শিল্প স্থাপন সম্ভব। এছাড়াও এখানে যা বাজার রয়েছে তাতে বস্ত্র, নানা ধরনের অ্যাসেম্বলিং ইউনিট, প্লাস্টিক, আলুর চিপস প্রভৃতির শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার করার উদ্যোগ নিচ্ছে বণিক মহল। তারা চাইছে ছোট ছোট মেশিন নিয়ে এসে স্থানীয় শিল্পদ্যোগীদের দেখাতে। ছোট মেশিনের কাজের কৌশল সামনা-সামনি দেখলে তার সম্পর্কে ধারণা জন্মাবে। সেই সঙ্গে ব্যাঙ্ক, প্রশাসনকেও সেখানে আনা হবে।

এদিকে, চকচকা শিল্পকেন্দ্রের বাঁ দিকে ৬৫ একর ও ডানদিকে ৩০ একর জমি রয়েছে। ওই পুরো জায়গায় প্রায় ৯০টি শিল্প রয়েছে। এর মধ্যে জুট মিল, রাইস মিল, তেল, চা, সয়াবিন প্রভৃতি ফ্যক্টরি রয়েছে। এছাড়াও অ্যালুমিনিয়াম ফ্যক্টরি, প্লাস্টিক ইউনিট, কেমিক্যাল ইউনিট প্রভৃতি আছে। ৩০ একর জমির মধ্যে ২০টিরও বেশি ইউনিট সম্প্রতি গড়ে উঠছে। এছাড়াও আগের ৬৫ একর জমির মধ্যে বেশকিছু নতুন শিল্প স্থাপন হয়েছে। আগামী দিনে নতুন শিল্পতালুক গড়ে উঠলে জেলায় শিল্পের চেহারাটাই বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#cooch behar, #Industrialists

আরো দেখুন