মঙ্গলকোট খুন তৃণমূল নেতা, কাঠগোড়ায় বিজেপি
রাজ্যে ফের শুটআউটের ঘটনা। এবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ভরসন্ধে বেলা খুন হলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। সিউর বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটেছে। মৃত তৃণমূল নেতার নাম অসীম দাস। তিনি মঙ্গলকোটের লাখুরিয়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন। গোটা ঘটনায় বিজেপির দিকেই অভিযোগর আঙ্গুল তুলছেন স্থানীয় বিধায়ক।
জানা গিয়েছে অসীম দাস গোতিষ্ঠা পঞ্চায়েত এলাকা থেকে সিউর গ্রামে আসছিলেন মোটর বাইকে করে। এই গ্রামেই রয়েছে তাঁর বাড়িত। সেই সময় পথে দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় অসীম দাসের।
প্রতিদিনের মত এদিনও কাশেম নগর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে একাই বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় কেউ দাদা বলে ডেকে মোটরসাইকেল দাঁড় করায়। তারপর খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় অসীম দাসকে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী-সহ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল বিধায়কের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন দলের অঞ্চল সভাপতি অসীম দাস। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করেছে মঙ্গলকোট থানা। এদিকে পুরো বিষয়টি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবি করছেন বিজেপির কাটোয়া জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ ।