খাদ্যদ্রব্যের দাম জুনে আরও বেড়েছে, বলছে রিপোর্ট
মুদ্রাস্ফীতির ছেঁকা অব্যাহত। খুচরো বাজারে মে মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৩ শতাংশ। সোমবার জাতীয় পরিসংখ্যান দপ্তরের প্রকাশিত তথ্য বলছে, জুনে তা সামান্য কমে ৬.২৬ শতাংশ হয়েছে। তবে তাতে সাধারণ মানুষের স্বস্তির তেমন জো নেই। কারণ, নিত্যপ্রয়োজনীয় বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্যসূচক গতমাসের চেয়েও বেড়েছে। মে মাসে এই সূচক ছিল ৪.০১ শতাংশ। সেখানে চলতি বছরের জুনে তা হয়েছে ৫.১৫ শতাংশ। পাশাপাশি উদ্বেগের আরও বিষয় হল, মে ও জুন টানা দু’মাসই রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা পূরণ হল না। দেশের শীর্ষ ব্যাঙ্কের টার্গেট ছিল, মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশ রাখা। সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ৬ শতাংশ হতে পারে।
কিন্তু খাদ্যদ্রব্য ও জ্বালানির মাত্রাতিরিক্ত দামের কারণে টানা দু’মাস ৬ শতাংশের উপরেই রইল খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার। সরকারি তথ্য বলছে, জুন মাসে সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতি সামান্য হ্রাস পেলেও পৃথকভাবে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তা মে মাসের তুলনায় বেড়েছে। মে মাসে খাদ্যদ্রব্যের (Food prices) মুদ্রাস্ফীতির হার ছিল ৫.০১ শতাংশ। জুনে তা আরও কিছুটা বেড়ে হল ৫.১৫ শতাংশ। এরই মধ্যে মে মাসে শিল্পোৎপাদনের হার ২৯.৩ শতাংশ বাড়ল। যদিও মহামারী পূর্ববর্তী পরিস্থিতি এখনও ছোঁয়া যায়নি। গত বছর এই সময় দেশজোড়া লকডাউনের জেরে শিল্পোৎপাদনের হার ৩৩.৪ শতাংশ সঙ্কুচিত হয়েছিল।