এবার টুইটারে ফলো করা নিয়ে বাবুলকে কটাক্ষ দিলীপের
বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে ফের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার টুইটারে ফলো করা নিয়ে বাবুলকে ঠেস দিলেন দিলীপ। তাঁর কথায়, ‘ফলো কেউ কাউকে করতেই পারে। টুইটারে ফলো করা ভালো। অন্যরকম ফলো না করাই ভালো।’
সম্প্রতি দিল্লিতে গিয়ে বিজেপি (BJP) সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও সৌমিত্রের বিরুদ্ধে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে নালিশ ঠুকে এসেছেন দিলীপ ঘোষ। সেই ধারাই যে এখনও চলছে, দিলীপের বক্তব্য থেকেই তা স্পষ্ট। এদিন আসানসোলের সাংগঠনিক বৈঠকে হাজির ছিলেন দিলীপ। সেখানে বাবুলের নাম উল্লেখ না করেই দিলীপ ঘোষ জানান, ‘জেলা ও মণ্ডল নিয়ে বৈঠক ছিল। সবাইকে খবর দেওয়া হয়েছিল। সবাই উপস্থিত আছেন। সাংসদকেও খবর দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আসেননি।’ একইসঙ্গে দিলীপ জানান, ‘উনি সব মিটিংয়ে থাকেন না। আমিও অনেকবার এসেছি। ওনাকে পাইনি। মন্ত্রিত্ব থেকে মুক্তি পেয়েছেন। এবার হয়ত থাকবেন আমাদের সঙ্গে।’ বাবুলের বৈঠকে অনুপস্থিতি নিয়ে দিলীপ জানান, ‘আমি বলতে পারব না। আমাকে ডাকা হয়েছে। আমি এসেছি।’
এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে বাবুলকে। বাবুলের সেই মন্তব্যকে যে তিনি ভালোভাবে নেননি, সে কথা বুঝিয়ে দিয়েছেন দিলীপবাবু। এরইমধ্যে বাবুলের একাধিক পোস্টে মুকুল রায় ও টিএমসি হ্যান্ডেলকে ফলো করা নিয়ে একাধিক গুঞ্জন তৈরি হয়েছে। এবার বাবুলের এই ফলো করা নিয়েও দিলীপবাবু টিপ্পনি কাটতে ছাড়লেন না।