দেশ বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক ও অর্থনৈতিক কমিটিতে শুধুই বিজেপি, বঞ্চিত জোট শরিক

July 14, 2021 | < 1 min read

কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কমিটিতে এ বার শুধুই বিজেপির মন্ত্রীরা। শরিক দলের কোনও মন্ত্রীর সেখানে স্থান হল না।

মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণের পরে প্রধানমন্ত্রী এ বার মন্ত্রিসভার বিভিন্ন কমিটিও ঢেলে সাজালেন (Cabinet Reshuffle)। রাজনৈতিক বিষয়ক কমিটিতে স্মৃতি ইরানি, গিরিরাজ সিংহ, মনসুখ মাণ্ডবিয়া, ভূপেন্দ্র যাদব, সর্বানন্দ সোনোয়ালের মতো মুখ নিয়ে আসা হল। কেন্দ্র-রাজ্য সম্পর্ক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে নীতি নির্ধারণ নিয়েই মূলত মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটিতে আলোচনা হয়। মন্ত্রিসভার রদবদলে স্মৃতির হাতে নারী ও শিশুকল্যাণ থাকলেও বস্ত্র মন্ত্রক বাদ গিয়েছে। কিন্তু মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটিকে জায়গা পাওয়ায়, অমেঠীতে রাহুল গাঁধীকে হারিয়ে আসা স্মৃতির রাজনৈতিক গুরুত্ব বাড়ল বলেই মনে করা হচ্ছে। একই ভাবে এত দিন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা, অমিত শাহর (Amit Shah) আস্থাভাজন বলে পরিচিত ভূপেন্দ্র যাদবকেও রাজনৈতিক বিষয়ক কমিটিতে নিয়ে আসা হয়েছে।

দ্বিতীয় মোদী (Narendra Modi) সরকার ক্ষমতায় আসার পরে রাজনৈতিক বিষয়ক কমিটিতে শরিক দলের মধ্যে এলজেপি-র রামবিলাস পাসোয়ান, অকালি দলের হরসিমরত কউর বাদল, শিবসেনার অরবিন্দ সাবন্ত ছিলেন। পাসোয়ান প্রয়াত। অকালি, শিবসেনা এনডিএ ছেড়েছে। এ বার জেডিইউ, আপনা দলের মতো শরিকরা মন্ত্রিসভায় এলেও তাদের কাউকে রাজনৈতিক বিষয়ক কমিটিতে রাখা হয়নি। একই ছবি অর্থনৈতিক বিষয়ক কমিটিতেও। এত দিন সেখানে হরসিমরত ছিলেন। কমিটি নতুন করে হলেও শরিক দলের কোনও প্রতিনিধির জায়গা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Amit shah, #cabinet reshuffle, #BJP Alliance

আরো দেখুন