বাংলাই সেরা দ্বিতীয় টিকাকরণে, টিকা নষ্টও হয়েছে সবথেকে কম
দ্বিতীয় টিকাকরণে দেশে সেরা বাংলা(West Bengal)। টিকা(Vaccine) নষ্টও সবথেকে কম হয়েছে এই রাজ্যে।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে দ্বিতীয় টিকাকরণ খুব ভাল হচ্ছে। দ্বিতীয় টিকাকরণে আমরা দেশে সেরা। টিকা নষ্ট হওয়ার হারও আমাদের সবথেকে কম। কিন্তু তার পরেও বাংলার নামে বদনাম ছড়ানো হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি টিকা দেওয়া হচ্ছে। আমাদের কম দেওয়া হচ্ছে।’’
রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতিও তুলে ধরেন মমতা। তিনি জানান, এই মুহূর্তে রাজ্যে সংক্রমণের হার ১.৫ শতাংশ। ৯৮ শতাংশ রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। মোট আড়াই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে ১ কোটি ৮১ লক্ষ মানুষকে প্রথম টিকা দেওয়া হয়েছে। ৭০ লক্ষ মানুষ দুটি টিকা পেয়েছেন।
আজ ফের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমাদের মোট ১৪ কোটি টিকা প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র ২ কোটি ১২ লক্ষ টিকা পাঠিয়েছে। আমরা ৬০ কোটি টাকা দিয়ে ১৮ লক্ষ টিকা কিনেছি। বেসরকারি হাসপাতালগুলিও কিছু টিকা কিনেছে। আমরা প্রতি দিন ১০ লক্ষ টিকা দেওয়ার ক্ষমতা রাখি। সেটা ২০ লক্ষও হয়ে পারে। কিন্তু টিকা পেলে তবে তো দেব। বাংলাকে বঞ্চনা করা হচ্ছে।’’