ভ্যাক্সিন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে নিশানা শানালেন মুখ্যমন্ত্রী
করোনা ভ্যাকসিনের (Covid Vaccine) অভাব নিয়ে ফের কেন্দ্রকে নিশানা শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, রাজ্যে আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। রাজ্যের প্রয়োজন ১৪ কোটি ভ্যাকসিন। কেন্দ্র অনেক টাকা তুলেছে, কিন্তু ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ১৪ কোটির বদলে মাত্র ২ কোটি ১২ লক্ষ ভ্যাকসিন পাওয়া গিয়েছে।
মুখ্যমন্ত্রী কার্যত রাজ্যকে বঞ্চনার অভিযোগও তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে। তিনি আরও বলেন, ‘অনেক রাজ্যকে বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, অনেককে দেওয়া হচ্ছে না। উত্তরপ্রদেশ বিজেপি রাজ্য বলে বেশি দেবেন, বাংলাকে দেবেন না, এটা অন্যায়। ভ্যাকসিন না পেলে কীভাবে সবাইকে ভ্যাকসিন দেব?’
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘এমাসেও ৭৫ লক্ষ দেওয়ার কথা বলে মাত্র ২৫ লক্ষ পেয়েছি। এব্যাপারে আমরা আবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। ভ্যাকসিন না আসায় ৭দিন ভ্যাকসিন দেওয়া বন্ধ ছিল।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকেও প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নিয়ে ফের চিঠি দিয়েছি। হয়তো কোনও উত্তর পাব না, তাও চিঠি দিয়েছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দিল্লি গিয়ে নেতাদের সঙ্গে দেখা করব। সময় পেলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারি।’
তিনি আরও বলেন, ‘মানুষ ডেডবডি হয়ে গেলে ভ্যাকসিনেসনের সার্টিফিকেট কি মানুষ টাঙিয়ে রাখবে!’