খেলা বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত ইংল্যান্ডে ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ, রয়েছেন নিভৃতবাসে

July 15, 2021 | < 1 min read

করোনা আক্রান্ত ঋষভ পন্থ (Rishabh Pant)। ইংল্যান্ডে ভারতীয় দলের (Team India) উইকেটরক্ষক করোনা আক্রান্ত বলে জানিয়েছে ভারতীয় বোর্ড। নিভৃতবাসে রয়েছেন তিনি। কিছু দিন আগে ওয়েম্বলির মাঠে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে তাঁর ছবিও দেখা গিয়েছিল নেটমাধ্যমে।

বিসিসিআই-এর তরফে বলা হয়েছে, ‘‘এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রয়েছে পন্থ। বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহাম যাবেন না তিনি।’’

বৃহস্পতিবার সকালেই জানা গিয়েছিল ভারতীয় দলের দু’জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যেই একজন পন্থ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ২০ দিনের জন্য ভারতীয় দলকে ছুটি দেওয়া হয়েছিল। সেই সময় বন্ধুদের সঙ্গে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন পন্থ।

সেখান থেকেই করোনা (Coronavirus) আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটারদের অনেকেই ছুটিতে উইম্বলডন, ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন।

Rishabh Pant Team India Coronavirus

TwitterFacebookWhatsAppEmailShare

#Rishabh Pant, #Coronavirus, #Team India

আরো দেখুন