জয়েন্ট এন্ট্রান্সের দিন বিনা টিকিটে বাস পরিষেবা কলকাতার দুই সংস্থার
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা উপলক্ষে ১৭ জুলাই, শনিবার ৮ টি রুটে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেবে জাতীয় বাংলা সম্মেলন (Jatiyo Bangla Sammelan) ও কলকাতা বাস-ও-পিডিয়া (Kolkata Bus o Pedia)। জুলাইয়ের শুরু থেকেই সাধারণ যাত্রীদের জন্য মিলিত উদ্যোগে শহরের মধ্যে তিনটি রুটে বাস চালাতে শুরু করেছিল এই দুই সংস্থা। এই বাসে যাত্রীদের টিকিট কাটতে হয় না। দান বাক্সে সাধ্য মতো টাকা দেন যাত্রীরা। তাও বাধ্যতামূলক নয়।
এবার শুধু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনটিতে চারটি আলাদা রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুট ১– লেকটাউন থেকে টালিগঞ্জ ভায়া উল্টোডাঙা, শিয়ালদহ, মিন্টোপার্ক, রবীন্দ্রসদন, রাসবিহারী।
রুট ২– ব্যারাকপুর থেকে বারাসাত ভায়া ব্যারাকপুর স্টেশন, ওয়্যারলেস মোড়, নীলগঞ্জ।
রুট ৩– বারুইপুর ২১৮ বাসস্ট্যান্ড থেকে গড়িয়া ৫/৬ ভায়া হরিণাভি, রাজপুর, নরেন্দ্রপুর, কামালগাজি।
রুট ৪– চিড়িয়ামোড় থেকে জোকা ভায়া বাগবাজার, সেন্ট্রাল এভিনিউ, এসপ্ল্যানেড, ফোর্ট উইলিয়াম, হেস্টিংস, খিদিরপুর, বেহালা।
রুট ৫– চিড়িয়ামোড় থেকে নিউটাউন ভায়া দমদম স্টেশন, নাগেরবাজার, লেকটাউন, উল্টোডাঙা, সিটি সেন্টার, করুণাময়ী।
রুট ৬– চণ্ডীতলা থেকে হাওড়া ময়দান ভায়া ডানকুনি, বালিখাল, বেলুড়মঠ, বাঁধাঘাট।
রুট ৭– কোন্নগর (বাটা) থেকে চুঁচুড়া ভায়া শ্রীরামপুর, বৈদ্যবাটী, ভদ্রেশ্বর, চন্দননগর।
রুট ৮– উলুবেড়িয়া থেকে সাঁতরাগাছি ভায়া পাঁচলা, রানিহাটি, ধুলাগড়, নিবড়া।