কোথায় করোনা বিধি? মেট্রো চালুর প্রথম দিনেই নিয়ম ভাঙার ছবি
নবান্নের সবুজ সংকেত মেলায় ফের গড়াল মেট্রোর চাকা। শুক্রবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়েই ছুটছে মেট্রো (kolkata metro)। তবে প্রথম দিন থেকেই করোনা (Covid19) বিধি কার্যত শিকেয়। কোভিডের তৃতীয় ঢেউ আর মাসখানেকের মধ্যেই আছড়ে পড়তে পারে বঙ্গে। তার মধ্যে যাত্রী অসচেতনতার চূড়ান্ত দৃষ্টান্ত চোখে পড়ল এদিন। পিক টাইমে দূরত্ব বিধি উলঙ্ঘনের প্রবণতা বাড়বে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। সপ্তাহান্তে এই অবস্থা হলে সোমবার থেকে মেট্রো কতৃপক্ষের চ্যালেঞ্জ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মেট্রো চালানোর ছাড়পত্র দিতেই বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এবার থেকে সপ্তাহে পাঁচ দিন মোট ১৯২টি মেট্রো চলবে শহরে। সোম থেকে শুক্রবার পর্যন্ত এবার থেকে মেট্রোয় উঠতে পারবেন নিত্যযাত্রীরা। তবে শর্ত একটাই। ৫০ শতাংশ যাত্রী নিয়েই চালাতে হবে মেট্রো। করোনা বিধি মানার আবেদনও করা হয়েছিল। কোভিড পরিস্থিতির কথা মাথায়া রেখেই এই নির্দেশিকা জারি করেছিল নবান্ন।
কোন সময়ে মিলবে মেট্রো?
প্রথম মেট্রো পরিষেবা চালু হবে সকাল আটটা থেকে। দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে শেষ মেট্রো চলবে রাত ৭.৪৮টায়। দমদম থেকে কবি সুভাষের মধ্যে শেষ মেট্রো চলবে রাত আটটায়। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে শেষ মেট্রো চালানো হবে রাত আটটায়। সাত থেকে আট মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
শনি ও রবিবার সাধারণের জন্য খোলা থাকছে না মেট্রো। যদিও শনিবার অতিরিক্ত ১০৪টি মেট্রো চালাবে কর্তৃপক্ষ। তবে তা কেবলমাত্র স্টাফ স্পেশ্যাল। রবিবার কোনও মেট্রোই চলবে না শহরে।
এদিকে অনেকেরই স্মার্ট কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সেই কারণেই বাড়ানো হচ্ছে স্মার্ট কার্ডের মেয়াদ। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, গত ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত যেসব স্মার্ট কার্ড এক্সপায়ার করে গিয়েছে, সেইসব কার্ডের মেয়াদ ১৬ আগস্ট অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে।