দেশ বিভাগে ফিরে যান

ইউপি, ত্রিপুরার পর এবার তামিল নাড়ুতেও মমতাকে নিয়ে উন্মাদনা

July 16, 2021 | < 1 min read

এবার দক্ষিণ ভারতের দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছর ২১ শে জুলাই নিয়ে নতুন পরিকল্পনা রয়েছে তৃণমূলের (TMC)। ভার্চুয়ালি গোটা দেশের কাছে তুলে ধরা হবে মমতার কথা। জায়েন্ট স্ক্রিনে দেখানো হবে বক্তৃতা। আর সেই প্রস্তুতি চলছে জোর কদমে। তারই মাঝে তামিলনাড়ুর (Tamil Nadu) দেওয়ালে মমতার ছবি নজর কাড়ল। সেই সঙ্গে লেখা ‘মমতা আম্মা’। তামিল ভাষাতেই ২১ শে জুলাইয়ের প্রচার করা হয়েছে। এই ছবি সামনে আসতেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মাধ্যমে।

তামিলনাড়ুর মানুষের কাছে ‘আম্মা’ একটি এমন শব্দ যার সঙ্গে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা। জয়ললিতাকেও ‘আম্মা’ বলেই ডাকতেন গোটা তামিলনাড়ুর মানুষ। রাজনীতিতেও এক ‘আম্মা’ উচ্চারণেই বদলে যেত সব ছক। তবে জয়ললিতার মৃত্যুর পর অনেক কিছুই বদলে গিয়েছে। তাঁর দলকেও ক্ষমতা ছাড়তে হয়েছে। কিন্তু জয়ললিতার পর তামিলনাড়ুর মানুষ মমতার মধ্যেই খুঁজে পেলেন তাঁদের আম্মাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #tamil nadu

আরো দেখুন