সংসদে মোদী ঢুকলেই এবার ‘দাদা, ও দাদা’ স্লোগান দেবে তৃনমূল
নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। তাই সংসদেও কোমর বেঁধে নামছে তৃণমূল। ভোট পর্বে নরেন্দ্র মোদী (Narendra Modi) বারবার যেহেতু দিদি ও দিদি স্লোগান তুলেছিলেন তাই এবার তাঁকে সংসদে পাল্টা জবাব দিতে চায় তৃণমূল (TMC)। সূত্রের খবর, তৃণমূল সাংসদরা ঠিক করেছেন মোদী অধিবেশন কক্ষে প্রবেশ করলেই দাদা ও দাদা বলে স্লোগান তুলতে পারেন। পেট্রোপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়েও সংসদে সরব হতে পারেন তৃণমূল নেতারা।
বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাঁচদিনের দিল্লি সফর করবেন তিনি। রয়েছে একাধিক কর্মসূচি।সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করবেন তিনি।
জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গেও দেখা করবেন। টিকাকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন তিনি।
প্রসঙ্গত, ২০২১-এর হাইভোল্টেজ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয় গোটা দেশেই বিরোধী শিবিরকে চাঙ্গা করে তুলেছে। বহু বিরোধী নেতাই তাঁর সঙ্গে দেখা করতে চাইছেন। বিশেষত পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের ভোটের আগে তাঁর উপস্থিতি স্থানীয় নেতৃত্বের মনোবল বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি তিনি রাজ্যের সীমানা ছাড়িয়ে বিরোধী সংগঠন মজবুত করতে বড় ভূমিকা নিতে পারেন বলেই মনে করা হচ্ছে। এই কারণেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের দিকে নজর থাকবে গোটা দেশের।