রাজ্য বিভাগে ফিরে যান

কমছে সংক্রমণ কিন্তু চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং

July 17, 2021 | < 1 min read

রাজ্যের দুই প্রান্তে করোনা(COvid 19) সংক্রমণের চেহারা দু’রকম। এক দিকে যেমন সাড়ে তিন মাস পর কলকাতায় করোনায় মৃতের সংখ্যা শূন্যতে এসে ঠেকেছে, উল্টো দিকে, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ। রাজ্যে আপাতত সংক্রমণের শীর্ষে রয়েছে দার্জিলিং। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৮৯৯ জন। এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লক্ষ ১৭ হাজার ৩৮০-তে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৮ জনের। এর মধ্যে দু’জন নদিয়ার বাসিন্দা, দু’জন পশ্চিম বর্ধমানের, তিন জন হুগলির ও এক জন উত্তর ২৪ পরগনার। রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮৮-তে। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা সামান্য কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩৩-এ। সংক্রমণের হার নেমে এসেছে ১.৫৫ শতাংশে।

জেলাভিত্তিক পরিসংখ্যান বলছে, উত্তরবঙ্গে ক্রমে বাড়ছে সংক্রমণ। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে পৌঁছে গিয়েছে দার্জিলিং। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৭, ৪৫, ৮৯, ৪২, ৫৭। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ করে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৮, কলকাতায় ৬২, বাঁকুড়ায় ৭২, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৬৪।

শনিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছে তিনটি জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা দুই অঙ্কের নীচে রয়েছে। মুর্শিদাবাদে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ জন, মালদহে ৫ জন, পুরুলিয়ায় ৬ জন। এই জেলাগুলিতে বেশ কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণের সংখ্যা কমই রয়েছে। শুক্রবারের তুলনায় রাজ্যে বৃদ্ধি পেয়েছে টিকাকরণের হার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Darjeeling, #covid19 update

আরো দেখুন