শান্তিনিকেতন, তারাপীঠেও লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট অথবা টিকার শংসাপত্র
দীঘা, দার্জিলিং, মন্দারমণির পর এবার বীরভূমের তারাপীঠ (Tarapith) বা শান্তিনিকেতন (Santiniketan) বেড়াতে গেলেও লাগবে করোনা (Covid19) রিপোর্ট। আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট অথবা ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার শংসাপত্র দেখাতে পারলে তবেই মিলবে হোটেল বা রিসর্টে থাকার অনুমতি। জেলায় নতুন করে করোনা সংক্রমণ রুখতে বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছেন বীরভূমের জেলাশাসক বিধান রায়।
করোনা পরিস্থিতির উন্নতি হতেই রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে। ব্যতিক্রম নয় বীরভূমের তারাপীঠ, শান্তিনিকেতন সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি। প্রতিদিন এইসব জায়গায় বহু মানুষ হাজির হচ্ছেন। মাস্ক (Mask) ছাড়াই বহু পর্যটক অবাধে ঘোরাফেরা করছেন। আর তাতেই করোনার গ্রাফ ফের উর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা করছে জেলা প্রশাসন। গত ৭জুলাই থেকে তারাপীঠ ও শান্তিনিকেতনে ছ’টি র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিয়স্ক বসনো হয়। ভ্যাকিসন সার্টিফিকেট না থাকলে সেখানে টেস্ট করাতে হচ্ছিল। রিপোর্ট নেগেটিভ আসার পরই প্রবেশের অনুমতি মিলছিল। সেই কিয়স্কগুলি সকাল থেকে দুপুর দু’টো পর্যন্ত খোলা থাকছে। কিন্তু এই সময়ের বাইরেও বহু পর্যটক আসা-যাওয়া করছেন।