রাজ্য বিভাগে ফিরে যান

প্রাক্তন না বর্তমান? যুব মোর্চা সভাপতির পদ নিয়ে আবার ‘নাটক’ সৌমিত্রর

July 17, 2021 | 2 min read

আরও একবার ডিগবাজি খেলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। গত কয়েকদিন শোনা যাচ্ছিল, সৌমিত্রকে আর যুব মোর্চার সভাপতি পদে রাখা হচ্ছে না। শনিবার নিজের টুইটার বায়োতে যুব মোর্চার সভাপতির আগে ‘প্রাক্তন’ লিখে দিলেন। তবে ঘণ্টাখানেক মধ্যেই সরিয়ে দিলেন ওই শব্দ। 

অতিসম্প্রতি ফেসবুকে যুব মোর্চার সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। ফেসবুক লাইভে এসে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে একহাত নিয়েছিলেন। ঠিক সাড়ে ৫ ঘণ্টা পরে রাতে ফেসবুকেই জানিয়ে দিলেন,’বিএল সন্তোষের অনুরোধ রেখে ইস্তফা প্রত্যাহার করে নিচ্ছি।’ তার আগে গতবছর অক্টোবরেও যুব মোর্চার সভাপতি পদ ছাড়ার কথা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলেন। কয়েক ঘণ্টা পর দুপুরেই ফিরে উল্টো সুর সৌমিত্রর। শনিবার একই কাণ্ড ঘটালেন টুইটারে। বায়োতে যুব মোর্চার সভাপতির আগে জুড়লেন ‘প্রাক্তন’। ইংরেজি বানানবিধি অনুযায়ী এ ‘প্রাক্তন’ সেই প্রাক্তন নয়। যাই হোক, জল্পনা ছড়ায় তাহলে কি যুব মোর্চার সভাপতি পদ ছেড়ে দিলেন সৌমিত্র (Saumitra Khan)? বিশেষ করে গত কয়েক দিন ধরে তুঙ্গে উঠেছে জল্পনা, সৌমিত্রকে আর সভাপতি পদে রাখা হচ্ছে না। কিন্তু দেখা গেল সৌমিত্র আছেন সৌমিত্রতেই। কয়েক ঘণ্টায় ডিগবাজি! টুইটারের বায়ো থেকে ‘প্রাক্তন’ সরালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। 

সূত্রের খবর, সোমবার দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে সৌমিত্র-র প্রসঙ্গ টেনে এনেছিলেন দিলীপ ঘোষ। দলীয় অনুশাসন মানছেন না বলে অভিযোগ করেছেন। শুক্রবার নাড্ডার কাছে হাজির হন সৌমিত্র। পরদিন কিছুক্ষণের জন্যে তাঁর হঠাৎ ‘প্রাক্তন’, আবার প্রাক্তন থেকে বর্তমান হয়ে ওঠায় তৈরি হয়েছে নানা জল্পনা। Zee ২৪ ঘণ্টার তরফে ফোন করা হয়েছিল সৌমিত্রকে। তবে ফোনে তাঁকে পাওয়া যায়নি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#soumitra khan, #.bjp

আরো দেখুন