স্পাইওয়্যার থাকা সত্ত্বেও অমিত শাহ বাংলায় মুখ রক্ষা করতে পারলেন না! কটাক্ষ অভিষেকের
পেগাসাস (Pegasus) আড়ি পাতা কাণ্ডে নয়া মোড়। যার প্রভাব পড়তে চলেছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোনেও আড়িপাতা হয়েছে বলে আজ নতুন রিপোর্টে দাবি করে ‘দ্য ওয়্যার’। ওই তালিকাতে নাম রয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরেরও।
সর্বভারতীয় সংবাদ সংস্থা ‘দ্য ওয়্যার’ দাবি করেছে, অভিষেকের ব্যক্তিগত সচিবের ফোনেও আড়িপাতা হয়েছিল। মনে করা হচ্ছে, এই তালিকায় প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ কয়েকজনের নামও থাকতে পারে।
এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি টুইট করে তিনি লেখেন, ‘অভাগাদের জন্যে দু মিনিটের নীরবতা। বিজেপির এত টাকা, ক্ষমতা, সিবিআই, ইডি, আইটি, এনআইএ, নির্বাচন কমিশনের মত শরিক, সাথে পেগাসাস স্পাইওয়্যার থাকা সত্ত্বেও অমিত শাহ বাংলার নির্বাচনে নিজের মুখ রক্ষা করতে পারলেন না! দয়া করে ২০২৪- এ নতুন কোনও উপায় নিয়ে আসুন।’
পেগাসাস বিতর্কে সরগরম জাতীয় রাজনীতি। এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তও দাবি করেন তিনি। আগামীকাল এই ইস্যুতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনছে তৃণমূলও।