রাজ্য বিভাগে ফিরে যান

চলতি অর্থ বর্ষে পেট্রো পণ্য থেকে ৩.৭ লক্ষ কোটি টাকা আয় করেছে বিজেপি সরকার, বিস্ফোরক অমিত মিত্র

July 19, 2021 | < 1 min read

গোটা দেশজুড়ে পেট্রোপণ্যের দাম আকাশ ছুঁয়েছে। কেন্দ্র সরকার বিরোধী দলগুলি বিভিন্ন পন্থায় এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করছে। যেখানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তুলনামূলক ভাবে অনেকটাই কম, সেখানে দেশে জ্বালানির দাম আকাশ চুম্বী কেন? এই প্রশ্ন এখন সবার মুখে।

প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। তিনি একটি টুইটে লেখেন, ‘ভারত সরকার ২০২০-২১ অর্থবর্ষে সাধারণ মানুষকে লুট করে পেট্রো পণ্য থেকে ৩.৭ লক্ষ কোটি টাকা আয় করেছে। গত দুমাসে পেট্রোল/ ডিজেল মূল্য ৩৬ গুন বৃদ্ধি পেয়েছে। বিগত ১৪ মাসে রান্নার গ্যাসের দাম ৪৭% বৃদ্ধি পেয়েছে। গরীবের ভর্তুকি একদম বন্ধ হয়ে গেছে।’

২০২১-২১ আর্থিক বছরে পেট্রোলিয়াম পণ্যে (petro products) শুল্ক ও আবগারি শুল্ক থেকে ইনডায়রেক্ট ট্যাক্স রেভিনিউ বেড়ে ৪,৫১,৫৪২.৫৬ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ গত বছরের তুলনায় ৫৬.৫ শতাংশ বেশি ৷ সম্প্রতি দেশের বাজারে আকাশছোঁয়া পেট্রোল ও ডিজেলের দাম ৷ এর জেরে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জ্বালানির উপরে ট্যাক্স ও সেস কমানোর দাবি জানিয়েছে বিরোধী দলগুলি ৷

রিপোর্ট অনুযায়ী, আর্থিক বছর ২০২০-২১-এ পেট্রোলিয়াম পণ্যের আমদানি তে ৩৭,৮০৬.৯৬ কোটি টাকা কাস্টম ডিউটি আয় করেছে সরকার ৷ দেশে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিংয়ে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থেকে ৪.১৩ লক্ষ কোটি টাকা আয় হয়েছে ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Amit Mitra

আরো দেখুন