বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মন্ত্রীর সাথে সেলফি তুলতে দিতে হবে ১০০ টাকা
সেলফি শুল্ক। হ্যাঁ, পেট্রপণ্যের অগ্নিমূল্যের বাজারে বিজেপি (BJP) মন্ত্রীর নয়া আমদানি সেলফি শুল্ক। তাঁর সঙ্গে সেলফি (Selfie) তুললেই গুনতে হবে নগদ ১০০ টাকা। যতবার সেলফি, ততবার ১০০। নগদ নারায়ণের এহেন প্রথা চালু করেছেন বিজেপিশাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী ঊষা ঠাকুর। তবে এ টাকা তিনি নিজে নেবেন না। ব্যবহার হবে দলীয় সংগঠনের কাজে। মন্ত্রী যে মণ্ডলে যাবেন সেখানকার কোষাগারে জমা রাখা হবে সেলফি শুল্ক। মন্ত্রীর কথায়, ‘সেলফি তুলতে গিয়ে অনেক সময় নষ্ট হয়। অনেক সময় সেলফির চক্করে আমাদের দেরি হয়ে যায়। তাই আমরা দলের তরফে ঠিক করেছি, যে দলীয় নেতা-কর্মী আমার সঙ্গে সেলফি তুলবেন তিনি মণ্ডল কোষাধ্যক্ষকে ১০০ টাকা দেবেন।’ ফেল কড়ি মাখো তেল! মন্ত্রীর নয়া বন্দোবস্তে জল্পনাও শুরু হয়েছে দলীয় সমর্থকদের মধ্যে। অনেকেই বলছেন, এ তো দেখছি, বাজার দরের সঙ্গে মহার্ঘ হচ্ছেন মন্ত্রীও! তবে সেলফি শুল্ক এই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে মধ্যপ্রদেশের মন্ত্রী কুমার বিজয় শাহ সেলফি তোলার অনুদান চেয়েছিলেন ১০ টাকা।
শনিবার রাজ্যের খাণ্ডওয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেন ঊষা ঠাকুর। সেখানেই তিনি সেলফি শুল্কের কথা বলেন। এছাড়াও মন্ত্রীর আর্জি, তাঁকে যেন কেউ ফুলের তোড়া না দেন। তার বদলে উপহার হিসেবে বই পেলে তিনি খুশি হবেন।