দেশ বিভাগে ফিরে যান

বাংলাদেশী নাগরিককে মন্ত্রী করেছেন বলেই মোদীকে বলতে দেওয়া হয়নি: তৃণমূল

July 19, 2021 | < 1 min read

আজ শুরু হল সংসদের বাদল অধিবেশন। আর প্রথম দিনেই উত্তপ্ত হল অধিবেশন। প্রথা মত আজ নতুন মন্ত্রিসভার সদস্যদের দুই কক্ষের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা প্রধানমন্ত্রী। সেই মত আজ সকাল ১১টায় তিনি লোকসভায় এবং দুপুর ১২টায় রাজ্যসভায় বলতেও ওঠেন। কিন্তু, বিরোধীদের হৈ হট্টগোলের কারণে মুলতুবি হয়ে যায় কার্যপ্রণালী।

আসলে গোল বেঁধেছে মোদীর এক মন্ত্রীকে নিয়ে। স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। রাজ্যসভার কংগ্রেস সাংসদ ও অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বোরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করেন, নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) নাকি বাংলাদেশের নাগরিক। চিঠিতে এই বিষয়ে তদন্ত করার ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। অসমের সাংসদ দাবি করেন, বাংলাদেশের গাইবাঁধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুরে জন্ম নিশীথ প্রামাণিকের।

এই ইস্যুতে সরব তৃণমূলও (TMC)। তাদের দাবি, একজন বাংলাদেশি নাগরিককে আমরা মন্ত্রী হিসেবে মেনে নেব না। কোনও ভারতীয় নাগরিককে মন্ত্রী করলে আমরা বাধা দিতাম না। কিন্তু, এটা মেনে নেওয়া যায় না। আর সেই কারণেই আজ প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে দেয়নি ঘাসফুল শিবির। লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এই বিষয়ে নিজে চুপ কোচবিহারের সাংসদ নিজে। আর এই নীরবতার জেরে ক্রমেই ধোঁয়াশা বাড়ছে নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #tmc, #Nisith Pramanik

আরো দেখুন