কলকাতা বিভাগে ফিরে যান

টিকার দুটি ডোজ নেওয়া থাকলে কলকাতা বিমানবন্দরে লাগবে না নেগেটিভ করোনা রিপোর্ট

July 20, 2021 | < 1 min read

এক ধাক্কায় করোনা নেমে গেল ছয়শোর ঘরে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (COVID19) আক্রান্তের সংখ্যা কমে হল সাম্প্রতিক কালের মধ্যে সর্বনিম্ন— ৬৬৬। মারা গিয়েছেন ১২ জন। একমাত্র নদীয়া বাদে গত ২৪ ঘণ্টায় অন্য কোনও জেলা থেকে সক্রিয় আক্রান্তের সংখ্যা বাড়েনি। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যুর ঘটনাও ঘটেনি। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া, এই তিন জেলা বাদে রাজ্যের সমস্ত জেলাতেই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫০-এরও কম।

সুস্থতার হার ছিল প্রায় ৯৮ শতাংশ। মাত্র ৪ শতাংশ শয্যায় করোনা রোগী ভর্তি আছেন। আর এই অবস্থায় দেখা গেল অন্য শহর থেকে কলকাতায় আসা বিমানযাত্রীদের ক্ষেত্রে রাজ্য সরকার নতুন নির্দেশিকা দিয়েছে। সোমবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা চিঠি দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে। যেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা বিমান যাত্রীদের সম্পূর্ণ টিকাকরণ থাকতে হবে, নতুবা তাঁদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। সেই রিপোর্ট হবে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে। এতদিন পর্যন্ত আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখিয়ে যাত্রীদের কলকাতায় আসতে হচ্ছিল। এবার জানান হল, সম্পূর্ণ ভ্যাকসিনের সংশাপত্র থাকলেও হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স।

TwitterFacebookWhatsAppEmailShare

#vaccine, #Kolkata Airport, #covid19

আরো দেখুন