দেশ বিভাগে ফিরে যান

পেগাসাস ইস্যুতে সংসদে ধর্নায় তৃণমূল

July 20, 2021 | < 1 min read

‘পেগাসাস স্পাইওয়্যার’ (Pegasus Spyware) নিয়ে ইতিমধ্যেই তোলপাড় সারা দেশ। ‘নজরদারির’ তালিকায় বেশ কিছু রাজনৈতিক নেতার নাম প্রকাশ পাওয়ায় বিষয়টি আরও বড় মাত্রা পেয়েছে। এদের মধ্যে অন্যতম হলে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, (Abhishek Banerjee) প্রশান্ত কিশোর (Prashant Kishor) । এছাড়া ২ জন কেন্দ্রীয় মন্ত্রীর নামও রয়েছে।

আর এই আড়ি পাতার ইস্যুকেই হাতিয়ার করে ময়দানে নামল তৃণমূল (Trinamool)। আজ সংসদ চত্বরে লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা প্রতিবাদ করেন। আজ সকাল সাড়ে ১০ টায় সংসদ ভবনের গান্ধী মুর্তির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্না দেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। পাশাপাশি, এই ইস্যু নিয়ে সংসদের দু কক্ষেই আলোচনার দাবিতে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে তৃণমূল।

প্রসঙ্গত, সর্বভারতীয় সংবাদ সংস্থা ‘দ্য ওয়্যার’ দাবি করেছে, অভিষেকের ব্যক্তিগত সচিবের ফোনেও আড়িপাতা হয়েছিল। মনে করা হচ্ছে, এই তালিকায় প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ কয়েকজনের নামও থাকতে পারে। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Prashant Kishor, #Pegasus, #Pegasus Spyware

আরো দেখুন