রাজারহাটে সাংস্কৃতিক সংগঠন গড়ছেন অদিতি
করোনা আবহে সমস্ত শিল্পীর জীবন ব্যহত। এবার তাঁদের জন্য নতুন পদক্ষেপ কীর্তন শিল্পী-বিধায়ক অদিতি মুন্সীর (Aditi Munshi)। রাজারহাট (Rajarhat) গোপালপুর কেন্দ্র থেকে রাজ্যের নতুন বিধায়ক হয়েছেন তিনি। আর বিধায়ক হয়েই নিজের বিধানসভা এলাকার গুণী মানুষ ও শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ার উদ্যোগ নিলেন অদিতি। নাম দিয়েছেন ‘রাজারহাট গোপালপুর আর্টিস্ট ফোরাম।’ মঙ্গলবার নাগেরবাজার এলাকা সংলগ্ন অজিতেশ মঞ্চে নতুন এই সংগঠনের পথ চলা শুরু হল। এই সংগঠনের মাধ্যমে শিল্পীরা নিজেদের কর্মসংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন। এই সংগঠন নতুন কাজকর্মের সন্ধানও দেবে।
এ প্রসঙ্গে অদিতি বললেন, ‘সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির গৌরবোজ্জ্বল অধ্যায় ধরে রাখতে বদ্ধপরিকর। উল্টোরথের পুণ্যলগ্নে আমাদের পথ চলা শুরু হল। এলাকার সাংস্কৃতিক বিকাশের জন্য এই সংগঠন গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।’