১০০ দিনের কাজে সেরা বাংলা, সংসদে রিপোর্ট পেশ করল কেন্দ্র
করোনাকালে ১০০ দিনের কাজে (100 Days Work) দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। সংসদে লিখিতভাবে মঙ্গলবার একথা জানিয়ে দিল মোদী সরকার।
২০২০ সালের এপ্রিল থেকে গত ১৬ জুলাই পর্যন্ত কোভিড পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার পশ্চিমবঙ্গে ১৬৯.৮১ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজ দিয়েছে। এই বিচারে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এমনকী প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাত অনেক পিছিয়ে রয়েছে।
কোভিড-কালে (Covid19) গুজরাতে মাত্র ৩১.৮৩ লক্ষ মানুষ কাজ পেয়েছেন। সেই হিসেবে পশ্চিমবঙ্গের পরেই রয়েছে মধ্যপ্রদেশ। এখানে ১৬৮.৮৬ লক্ষ মানুষ ১০০ দিনের কাজের প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
করোনা মহামারীর সময়ে ১০০ দিনের কাজ তথা ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনে’র অধীনে কত মানুষ কাজ পেয়েছেন, কত জব কার্ড নতুন করে যুক্ত হয়েছে, সরকারের কত খরচ হয়েছে, ইত্যাদি প্রশ্নের জবাব চাওয়া হয়েছিল। তারই উত্তরে গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, ২০১৯-২০ আর্থিক বর্ষে যে পরিমাণ জব কার্ড হয়েছিল, তার চেয়ে ২০২০-২১ অর্থবর্ষে ১৬৯% বেশি হয়েছে। এর জন্য বাড়তি অর্থ বরাদ্দও করা হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, জব কার্ডের হার বাড়ার অর্থই হল, মোদি সরকারের পরিকল্পনার অভাবে কোভিড কালে বহু মানুষ কাজ হারিয়েছেন। তাই তাদের ১০০ দিনের কাজ প্রকল্পে দিন গুজরান করতে হয়েছে।
কোন রাজ্য কত কাজ দিয়েছে, সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যে তালিকা তুলে ধরেছেন, সেখানেই দেখা যাচ্ছে শীর্ষে রয়েছে বাংলা। ২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ৬৫.৬২ লক্ষ পুরুষ এবং ৫২.৬৬ লক্ষ মহিলা ১০০ দিনের কাজ পেয়েছেন। একইভাবে চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ৫১.৫৪ লক্ষ বঙ্গবাসী ওই কাজ পেয়েছেন।
গোটা দেশে গত দেড় বছরে কোভিড-কালে ১৭ কোটি ৪০ লক্ষ ১৪ হাজার মানুষ ১০০ দিনের কাজ থেকে উপকৃত হয়েছেন। এ জন্য এখনও ১ লক্ষ ৪৯ হাজার ৬২ কোটি টাকা খরচ হয়েছে।