দেশ বিভাগে ফিরে যান

বাবুলকে নিয়ে আবার জল্পনা, রাজঘাটে বিজেপির ধর্নামঞ্চে অনুপস্থিত প্রাক্তন মন্ত্রী

July 21, 2021 | 2 min read

তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা বুধবার দিল্লিতে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসের (Shahid shradhanjali Divas) আয়োজন করেছিল রাজ্য বিজেপি(BJP)। বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে(Dilip Ghosh) সামনে রেখে দিল্লিতে এই মঞ্চে গেরুয়া শিবিরের একাধিক সাংসদের উজ্জ্বল উপস্থিতি দেখা গেলেও তাৎপর্যপূর্ণভাবে এই মঞ্চে দেখা গেল না আসানসোলের(Asansol) বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo)।

এই ঘটনায় স্বাভাবিকভাবের রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে তবে কি মন্ত্রী পদ থেকে বাবুলকে সরানোর পর এবার গেরুয়া শিবিরের থেকে দূরত্ব পালন করছেন জনপ্রিয় এই সাংসদ?

সম্প্রতি কেন্দ্রে মন্ত্রিসভা সম্প্রসারণের পর প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরানো হয়েছে বাবুলকে। এই ঘটনার পর রাজনীতি নিয়ে একরকম নিঃস্পৃহতাই দেখাচ্ছিলেন বাবুল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সরব হয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘যারা আমায় আনন্দের সঙ্গে সমবেদনা জানাচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। মন্ত্রী থাকাকালীন গত ৭ বছরে কোনও মেসেজ পাইনি।’ তাঁর বক্তব্যে একটা বিষয় স্পষ্ট ছিল তিনি কোনওরকম সমবেদনা চান না। শুধু তাই নয়, মন্ত্রিত্ব খোয়ানোর পর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও তাঁর সংঘাত প্রকাশ্যে এসেছিল। এবং টুইটারে মুকুল রায় ও তৃণমূলকে ফলো করতে দেখা যায় বাবুলকে।

গোটা ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক জল্পনা ছড়ায়। প্রশ্ন ওঠে তবে কী বাবুল বিজেপি ছেড়ে এবার তৃণমূলের দিকে ঘেঁষতে শুরু করেছেন। এহেন পরিস্থিতির মাঝেই বুধবার দিল্লিতে বিজেপির ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি মঞ্চে’ বাবুলের অনুপস্থিতি সেই জল্পনার আগুনে বাড়তি ঘি ঢালছে। তবে শুধু রাজঘাটের ধর্না মঞ্চ নয়, রাজ্য বিজেপির সাম্প্রতিক কোনও কর্মসূচিতেও সেভাবে দেখা যায়নি বাবুলকে। এ ঘটনায় স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতির জল ঘোলা হতে শুরু করেছে।

উল্লেখ্য, বুধবার তৃণমূলের শহিদ দিবসের পাল্টা হিসেবে রাজঘাটে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের আয়োজন করেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। যেখানে দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন, রাজু বিস্তা, জগন্নাথ সরকার, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জি, দেবশ্রী চৌধুরীর মত শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিজেপির সমস্ত সাংসদদের পাশাপাশি এখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বাবুল সুপ্রিয়কেও। তবে জল্পনার আগুনে ঘি ঢেলে শহিদ শ্রদ্ধাঞ্জলি মঞ্চের ধার মাড়ালেন আসানসোলের বিজেপি প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল।

TwitterFacebookWhatsAppEmailShare

#rajghat, #bjp, #Babul Supriyo, #dharna manch

আরো দেখুন