দেশ বিভাগে ফিরে যান

মোদী হটানোর লক্ষ্যে দিল্লিতে ‘দিদির দূত’ অভিষেক

July 22, 2021 | 2 min read

দেশও এবার বাংলার মেয়েকেই চায়৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধী ফ্রন্টের ডাক দেওয়ার পর জাগো বাংলার প্রথম ডিজিটাল সংস্করণেও সেই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কলমে স্পষ্ট, বিধানসভা নির্বাচনে বাংলায় সফল হওয়া মডেলকেই এবার দিল্লিতে নিয়ে যেতে চাইছেন তিনি৷ এ দিন একুশে জুলাইয়ের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুঝিয়ে দিয়েছেন, জাতীয় স্তরে জোট গঠনে অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে সমন্বয় সাধনে অভিষেক বড় ভূমিকা নিতে চলেছেন৷

বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের (TMC) মূল স্লোগান ছিল, বাংলা নিজের মেয়েকে চায়৷ এ দিন থেকেই জাগো বাংলা-র নতুন ডিজিটাল সংস্করণ প্রকাশিত হল৷ এর পাশাপাশি সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় পরিণত হল তৃণমূলের মুখপত্র৷ প্রথম ডিজিটাল সংস্করণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমেও লেখা প্রকাশিত হয়েছে৷ দলীয় মুখপত্রে নিজের লেখায় অভিষেক বুঝিয়ে দিয়েছেন, অবিজেপি সরকার গঠনের উদ্যোগে মুখ্য ভূমিকা নিতে চলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী৷

তৃণমূলের আমন্ত্রণে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে জড়ো হয়েছিলেন শরদ পাওয়ার, পি চিদম্বরমের মতো বিরোধী দলের একাধিক নেতা৷ সেখানেই ভার্চুয়াল মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনেন তাঁরা৷ মমতার পরে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী নেতাদের ধন্যবাদ জানান অভিষেক৷ কেন্দ্রীয় সরকার বিরোধীদের দমন করতে চাইছে বলে অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তবে মোদি সরকার যতই চাপ দিক না কেন, তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না বলেও দাবি করেন অভিষেক৷

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিধানসভা নির্বাচনের আগে দিদির দূত হয়ে জেলায় জেলায় পৌঁছে গিয়েছিলেন অভিষেক৷ এবার দিল্লিতেও বিরোধীদের এক সুতোয় গাঁথতে তাঁর উপরই বড় ভরসা করছে দল৷ আজ রাতেই দিল্লি পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ প্রশান্ত কিশোরও দিল্লিতে ফিরছেন৷ আগামী সপ্তাহেই দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সব মিলিয়ে মমতার দিল্লি চলোর শপথকে বাস্তবায়িত করাই এখন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #abhishek banerjee, #tmc

আরো দেখুন