রাজ্য বিভাগে ফিরে যান

স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে লক্ষীর ভান্ডার, পূর্ণ হচ্ছে ভোটের আগের প্রতিশ্রুতি

July 22, 2021 | < 1 min read

কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে এক ঝুড়ি নতুন প্রকল্পের কথা বলেছিলেন তিনি। আশায় বুক বেঁধেছিলেন সাধারণ মানুষ। তৃতীয়বারের জন্যে বিপুল ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তাঁকে। মমতাও আশাহত করেননি। ভোটের আগে বিরোধীরা যদিও সব প্রকল্পকে ‘ইলেকশন স্টান্ট’ আখ্যা দিয়েছিল। কিন্তু তাদের ভুল প্রমাণিত করেছেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পরেই বাস্তবায়িত করেছেন একের পর এক প্রকল্প।

ভোটের আগে বলেছিলেন জিতে এলে ছাত্রদের পড়াশোনার জন্যে ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। সেই জন্যে করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। বাড়ির মহিলাদের হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে মাসে তুলে দেবেন ৫০০-১০০০ টাকা। ১৬ আগস্ট খেলা দিবস পালন করবেন।

সেই মতো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্যে ইতিমধ্যেই লক্ষ লক্ষ আবেদন পত্র জমা পড়েছে। এছাড়াও ১৬ আগস্ট শুরু হচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্প। এখন থেকে বাংলার প্রতিটি মহিলা মাসে মাসে ৫০০- ১০০০ টাকা করে পাবেন। আর এদিকে খেলা দিবস পালনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ওই দিন মুখ্যমন্ত্রী নিজে বাংলার ক্লাবগুলিকে ১ লক্ষ ফুটবল বিতরণ করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #promises

আরো দেখুন