দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

শহিদ দিবসের মঞ্চেই তৃণমূলে যোগ নদিয়ার বিজেপি জনপ্রতিনিধির

July 22, 2021 | < 1 min read

বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে বঙ্গ বিজেপিতে যে ভাঙন শুরু হয়েছিল তা অব্যাহত। একুশে জুলাই উপলক্ষে শহিদ দিবসের মঞ্চে মমতা যখন ভার্চুয়াল বক্তব্য রাখছেন সেই সময় দলে দলে বিজেপির টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি, নেতা, কর্মী ও সমর্থক যোগ দিলেন তৃণমূলে।

নদীয়াতে (Nadia) শহীদ স্মরণে মাল্যদান করতে এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি,সহ-সভাপতি, জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর সহ জেলা তৃণমূল কংগ্রেস (TMC) ছাত্র এবং যুবক নেতৃত্ব।

সেই সভাতেই, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করা বাবলা পঞ্চায়েতের ৫৫ নম্বর বুথ সদস্যা ভগবতী রাজোয়ার তৃণমূল নেতৃত্বর হাত থেকে পতাকা নিয়ে যোগদান করেন। সঙ্গে ছিলেন তার সংসদ এলাকায় বহু বিজেপি (BJP) কর্মী সমর্থক।

এ প্রসঙ্গে তার স্বামী, মৃত্যুঞ্জয় রাজোয়ার জানান, “পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে একজন বিজেপির কর্মী হিসেবে সাধারণ মানুষের কাছে কোন জবাব দিতে পারছিলাম না, ‌ প্রায় দেড় বছর ধরে করণা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং তার দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে কাজ করা দেখে অনুপ্রাণিত হয়ে, বাবলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিরঞ্জন দাসের সাথে যোগাযোগের মাধ্যমে আজকে যোগদান।”

ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, নিমাই বিশ্বাস জানান, “কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী নীতি তৈরি করছে তাতে বীতশ্রদ্ধ বিজেপির অনেক নেতৃত্ব জনপ্রতিনিধি আগামীতে তারা সকলেই হাজির হবে তৃণমূল পতাকা তলে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Nadia

আরো দেখুন