দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

গুরু পূর্ণিমায় খোলা থাকবে জয়রামবাটি মাতৃমন্দির

July 22, 2021 | < 1 min read

প্রায় তিনমাস পর শনিবার গুরুপূর্ণিমায় (Guru Purnima) একদিনই সাধারণ ভক্তদের জন্য জয়রামবাটির মাতৃমন্দিরের (Jayrambati Matri Mandir) দরজা খুলবে। মাতৃমন্দির সূত্রে জানা গিয়েছে, ২৪ জুলাই সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভক্তরা মাতৃদর্শন করতে পারবেন। তবে কোভিড বিধি মেনেই ভক্তদের মন্দির চত্বরে প্রবেশ করতে হবে। করোনার কারণে প্রায় তিনমাস বন্ধ থাকার পর স্বল্প সময়ের জন্য মাতৃমন্দির দর্শনের সুযোগ করে দেওয়ায় খুশি ভক্তরা। ওইদিন বিপুল ভক্ত সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, সবকিছু সুষ্ঠুভাবে যাতে হয়, তারজন্য প্রস্তুতি নিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। জয়রামবাটি মাতৃমন্দিরের সহ সম্পাদক স্বামী যুগেশ্বরানন্দ বলেন, গুরুপূর্ণিমার দিন মঙ্গলাচারণ থেকে শুরু করে বিশেষ পুজোপাঠ হবে।

ভক্তদের কথা বিবেচনা করে ওইদিন মাতৃমন্দিরে সংক্ষিপ্ত সময়ের জন্য মাকে দর্শনের সুযোগ দেওয়া হবে। তবে, প্রধান গেটে থার্মাল গান দিয়ে ভক্তদের শরীরের তাপমাত্রা মাপা হবে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের ২৮ এপ্রিল ফের মাতৃমন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। শনিবার গুরুপূর্ণিমা উপলক্ষে একদিনের জন্য মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কোতুলপুরের বাসিন্দা সুনন্দা ভট্টাচার্য বলেন, প্রায় তিনমাস মন্দিরে যাওয়ার সুযোগ হয়নি। গুরুপূর্ণিমার দিন মন্দির খোলা হবে শুনে খুবই ভালো লাগছে। ওইদিন জয়রামবাটি যাব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jayrambati Matri Mandir, #Guru Purnima

আরো দেখুন