রাজ্য বিভাগে ফিরে যান

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, দেখা যাবে এই ওয়েবসাইটে

July 22, 2021 | < 1 min read

আজ, বৃহস্পতিবার দুপুর ৩টেয় ফল ঘোষণা হবে উচ্চ মাধ্যমিকের। সংসদ সভাপতি মহুয়া দাস বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন।

পরীক্ষা না হওয়ায় মাধ্যমিকের মতোই ফল তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট গাণিতিক ফর্মুলা মেনে। তা অবশ্য মাধ্যমিকের চেয়ে আলাদা।

http://wbresults.nic.in, www.exametc.com, www.results.shiksha এবং www.westbengal.shiksha প্রভৃতি ওয়েবসাইট থেকে ফল দেখা যাবে রেজিস্ট্রেশন নম্বরের সাহায্যে। WB12 টাইপ করে রেজিস্ট্রেশন নম্বর লিখে ৫৬০৭০ বা ৫৬৭৬৭৫০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

আগামীকাল, শুক্রবার স্কুল থেকে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড পাবে পরীক্ষার্থীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#WB HS Result 2021, #West Bengal

আরো দেখুন