ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার মার্কিন মুলুকের
ভারতে করোনা (Covid19) সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে ট্রাভেল অ্যাডভাইজারিতে বিধিনিষেধ কিছুটা শিথিল করল আমেরিকা। এতদিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল জো বাইডেন (Joe Biden) সরকার। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে, ভারতে যাওয়ার আগে মার্কিন নাগরিকদের ভালো করে ভাবনা-চিন্তা করার পরামর্শ দিয়েছে সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। মার্কিন বিদেশ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বৈধ ভ্যাকসিন নেওয়া থাকলে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। তবে বিদেশে যাওয়ার আগে সিডিসি’র সুপারিশ দেখে নেবেন।
আমেরিকা বিধিনিষেধ শিথিল করলেও ভারতের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা ২১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল কানাডা। গত ২২ এপ্রিল প্রথম এই নিষেধাজ্ঞা জারি করেছিল তারা। তারপর চারবার সময়সীমা বাড়িয়েছে জাস্টিন ট্রুডোর দেশ। একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিও। আগামী ১ আগস্ট পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের প্রশাসন।