রাজ্য বিভাগে ফিরে যান

আড়াই মাসে ১৭টির মধ্যে ১৪টি বন্ধ চটকল খুলল

July 23, 2021 | < 1 min read

গত এক সপ্তাহে রাজ্যের আরও চারটি চটকল (jute mill) খুলল। এগুলি হল টেপকন, ভারত, বজবজ এবং নৈহাটি জুট মিল। এই নিয়ে আড়াই মাসে ১৭টির মধ্যে ১৪টি বন্ধ চটকল খুলল। ফলে কয়েক হাজার শ্রমিকের মুখে হাসি ফুটল। এর আগে এত কম সময়ে এতগুলি বন্ধ চটকল খোলার রেকর্ড শ্রমদপ্তরের ছিল না। নতুন মন্ত্রী বেচারাম মান্না নিজে একসময় চটকল শ্রমিক ছিলেন। তাই এবিষয়ে তাঁর বাড়তি আবেগ কাজ করেছে বলে দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। তাই তিনি এই সময়ে অন্তত দেড় ডজন দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠক করেছেন মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলির সঙ্গে। এখনও যে তিনটি চটকল বন্ধ রয়েছে সেগুলি আগামী এক সপ্তাহের মধ্যে খুলে যাবে বলে আশা করছেন আধিকারিকরা।

মন্ত্রী অবশ্য আধিকারিকদের এই প্রশংসাকে বিশেষ আমল দিতে চাননি। তাঁর কথায়, এটা কোনও ব্যক্তিগত কৃতিত্ব নয়। ভোটের ফল বেরনোর পর থেকে কারখানাগুলি বন্ধ হয়ে যায়। প্রায় ৫০ হাজার শ্রমিক সঙ্কটে পড়েন। চটকল বন্ধের পিছনে মূলত কাঁচাপাটের অভাবই দায়ী ছিল। তবে এখন নতুন পাট বাজারে আসতে শুরু করায় সেই সমস্যা ধীরে ধীরে মিটছে। যে কারখানাগুলিতে শ্রম অসন্তোষ ছিল সেগুলি ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি। উভয়পক্ষকে বলেছি, রাজ্য কারখানা সচল রাখার জন্য মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে উদ্যোগী হয়েছেন। বন্ধ বাকি চটকলগুলিও শীঘ্রই খুলে যাবে বলে আশা করছি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #jute mill

আরো দেখুন